আপডেট : ১১ মে, ২০২১ ০০:০০
ব্রাদার্সকে ৩ গোল বারিধারার
প্রথম পর্বে ম্যাচটা শেষ হয়েছিল ৩-৩ ড্রয়ে। গতকাল দ্বিতীয় পর্বের ম্যাচটা এতটা একপেশে হবে কেউ ভাবেনি। ম্যাচটাকে একপেশে করে ব্রাদার্সকে ৩-০ গোলের লজ্জা দিয়েছে উত্তর বারিধারা। মিসরের মোস্তাফা মাহমুদের জোড়া গোলের পর সুজন বিশ্বাস গোল করলে লিগে দ্বিতীয় জয়ের দেখা পায় বারিধারা। ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে আসা বারিধারা এই জয়ে অবনমন ঝুঁকি থেকে খানিকটা মুক্তি পেয়েছে। আর ১৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া ব্রাদার্সকে থাকতে হচ্ছে অবনমন ঝুঁকিতেই (১২তম স্থানে)।