আপডেট : ২০ অক্টোবর, ২০২১ ০০:০০
মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
আদালত প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন মামলা গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় খারিজ করে দেন।
সকালে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ‘রূপকার পরিচয়ধারী’ আলহাজ আবদুর রহিম নামে এক ব্যক্তি জোরপূর্বক ভূমি দখলসহ ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি করেন। এতে মেয়র আতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করা হয়েছিল। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে। কিন্তু মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় এটি খারিজ করে দেয় আদালত।