নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের চার দিন পর লাভলী বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর পশ্চিমপাড়ার (খরখরিয়াপাড়া) একটি বাঁশঝাড়ে ওই লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ স্বামী ও শাশুড়িকে আটক করেছে।
নিহত লাভলী বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দলবাড়ী গ্রামের বাবলু মন্ডলের মেয়ে। তার বিয়ে হয় সৈয়দপুরের পশ্চিমপাড়ার (খরখরিয়াপাড়া) আফজাল হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে।
লাভলীর পরিবারের অভিযোগ, স্বামী রেজাউল করিম পরকীয়ায় জড়িয়ে তাকে খুন করে। এরপর চার দিন আগে লাভলী নিখোঁজ হয়েছে বলে স্বামীর পরিবার প্রচারণা চালায়।
অন্যদিকে সাঙ্গু নদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদের ঈশ্বরবাবুর হাট এলাকায় জালের খুঁটি গাড়তে গিয়ে নিখোঁজ ছালেহ আহমদের (৫৫) লাশ তিন দিন পর গতকাল সকালে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে চার কিলোমিটার পশ্চিমে তার লাশ ভেসে উঠে।