নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ এবার কায়রো চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী নিজেই৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, কায়রো উৎসবের বিশেষ উপস্থাপনা বিভাগে ছবিটি প্রদর্শন করা হবে। সেখানে অংশ নেবেন এ সিনেমার অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার সঙ্গে থাকবেন এ আর রহমান, মেগান মিশেল।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৬ নভেম্বর শুরু হয়েছে। এই উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও আছেন বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ। সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। পাশাপাশি তিনি সিনেমাটির সহপ্রযোজক হিসেবেও যুক্ত। সিনেমাটির প্রযোজক হিসেবে আরও রয়েছেন ফরিদুর রেজা সাগর, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার বঙ্গবিডি।