ভারতের নদিয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে মৃতদেহ সৎকার করতে যাওয়া শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকের ধাক্কায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের দলটি শনিবার গভীর রাতে নবদ্বীপে আসছিল। পথে নদিয়ার হাঁসখালির ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি।
শববাহী ট্রাকে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরের কাছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আহত এক যাত্রী বলেন, ‘রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। হাঁসখালির কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি।’
ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।