আইপিএলে বেতন কমল বিরাট কোহলির। অঙ্কটা নেহাত কম নয়। ২ কোটি রুপি পারিশ্রমিক কমেছে ভারতের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়কের।
তবে কোহলির সম্মতিতেই এটা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বৃহত্তর স্বার্থে কোহলি পারিশ্রমিক কমিয়েছেন বলে জানান ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। যিনি ফ্রাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত।
এ বছরের আইপিএলে শেষ বারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন কোহলি। ২০২২ সালের আসরের জন্য ঠিকই তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার পারিশ্রমিক থাকছে ১৫ কোটি রুপি। গত মৌসুমে যা ছিল ১৭ কোটি রুপি।
কোহলির বেতন কমানো প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়েই বিরাট কোহলি এই বেতন ছাঁটাইয়ে সহমত হয়েছেন। আমরা সকলেই জানি, ও কতটা ভালো ক্রিকেটার, কতটা ভালো অধিনায়ক। সে কারণে বিরাট এই ত্যাগটা স্বীকার করেছেন, যাতে আসন্ন মেগা অকশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরো কিছু বেশি টাকা বিনিয়োগ করতে পারে।’