করিম বেনজেমার একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারাল রিয়াল মাদ্রিদ। সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল তাদের লিড বাড়িয়ে নিল ৭ পয়েন্ট।
ঘরের মাঠে বুধবার ১-০ গোলে জয় তুলে নেয় রিয়াল। ম্যাচের ৪০ মিনিটে বেনজেমা জাল খোঁজে নেন। মৌসুমে ফরাসি তারকার এটি ১৭তম গোল, লিগে ১২তম।
২০২১ সালে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৬ ম্যাচে ৩৫ গোল বেনজেমার। যা ২০১৯ সালে করা এক ক্যালেন্ডার ইয়ারে তার সর্বোচ্চ গোলের সমান।
এদিন ম্যাচে বেশির ভাগ সময় রাজত্ব করেছে রিয়াল। ৬২ শতাংশ বল দখলে ছিল কার্লো আনচেলত্তির দলের। পোস্টে শট নিয়েছে ১৭টি। বিলবাও শেষ দিকে চাপ সৃষ্টি করে খেললেও সমতা ফেরাতে পারেনি। পোস্টে রিয়ালের চেয়ে একটি শট বেশি নিয়েছে তারা।
এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়াল রিয়াল। ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা আতলেতিকো ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।