সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলি করে তেরা মিয়া হত্যা মামলায় ২২ বছর পর একজনের যাবজ্জীবন ও ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ছাতক থানার গন্ধর্বপুরের ফারুক আহমদ মধু মিয়া।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড মোস্তফা মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২২ নভেম্বর ছাতক উপজেলার কালারুকা ইউপি চেয়ারম্যান আরজু মিয়া ও আব্দুল হাই মছকু মিয়ার মধ্যে নির্বাচন বিরোধের জের শুরু হয়। গ্রামের বলারপীর সড়কে ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার দিন দুই পক্ষ বিরোধের জড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়। এ সময় আসামি ফারুক আহমদ প্রকাশ্যে আরজু মিয়ার লোক তেরা মিয়াকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় মারা যাওয়া তেরা মিয়ার ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার দায়েরের ২২ বছর দীর্ঘ বিচারকার্য শেষে আদালত আসামি ফারুক আহমদ মধু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৮ জনকে এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এ সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে এজলাসে উপস্থিত ছিলেন।