২০২০ ইউরো কাপে খেলা চলার সময় মাঠেই হার্ট অ্যাকাট হয় ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের। তারপর থেকেই মাঠে নামা বন্ধ হয়ে গিয়েছিল তার। ২৯ বছরের সেই এরিকসেন ফের মাঠে ফিরেছেন। নিজেই শুরু করলেন অনুশীলন।
ইন্তার মিলান তারকা নিজের ছোটবেলার ক্লাব ওডেন্স বোল্ডক্লুবের মাঠে একা একা অনুশীলন শুরু করেছেন। ড্যানিশ ক্লাবটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
ক্লাবের মুখপাত্র বলেন, ‘ছোটবেলায় এখানেই খেলত এরিকসেন। কাছেই থাকে, তাই এখানে অনুশীলন করা খুব অবাক করার বিষয় নয়।’
২০০৮ সালে আয়াক্সে যোগ দেওয়ার আগে ডেনমার্কের এই ক্লাবে খেলতেন এরিকসেন। তিন বছর খেলেছেন ক্লাবটিতে।
২০১৩ সালে টটেনহ্যামে যোগ দেন এরিকসেন। ২০২০ সালে ইন্তার মিলানে খেলতে যান। তবে হার্ট অ্যাটাকের পর ইতালির মেডিকেল টিম এরিকসেনের সিরি ‘এ’ তে খেলা স্থগিত করেছে।
ইন্তারের পক্ষ থেকে এরিকসেনকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব ছাড়তে চাইলে তারা আটকাবে না।