বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার। ম্যাচের টিকিট মিলবে শুক্রবার থেকে।
দর্শকেরা ম্যাচের টিকিট কিভাবে পাবেন, সে বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন দর্শকেরা। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকছে না।
মোট পাঁচ ক্যাটাগরির টিকিট থাকছে। সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ৫০০ টাকায় টিকিট পাওয়া যাবে।
ইস্টার্ন গ্যালারির প্রতিদিনের টিকিট পাওয়া যাবে ৫০ টাকায়। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা। ক্লাব হাউসে ২০০, ভিআইপি স্ট্যান্ডে ৩০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা করে।
টিকিট কাটতে হলে কোভিড-১৯-এর দুটি টিকারই সনদ দেখাতে হবে। বিসিবি বলছে, প্রতিদিন খেলা শুরুর আগে মাঠের প্রবেশদ্বারে দেখা হবে সে সনদ। ১৮ বছরের নিচে কারো জন্য এ সনদ দেখাতে হবে না।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।