কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে একটি ভোটও পড়েনি। এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।
চিলমারী ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজয় হয়েছে। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।
গত ২৮ নভেম্বর এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫৪৬ জন। ভোট দিয়েছেন ১ হাজার ৪৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৪২৭টি ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।
তিনি বলেন, ‘ওই কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্র থেকে নৌকার এজেন্টদের বের করে দিয়ে মোটরসাইকেল প্রতীকের লোকজন সব ভোট কেটে নেয়।’