দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
শূন্যস্থান পূরণ
১. মোগল আমলে বিভিন্ন ইউরোপীয় বণিকগোষ্ঠী ব্যবসায় করতে উপমহাদেশে আসে।
উত্তর : ভারতীয়
২. ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে।
উত্তর : ইংরেজরা
৩. নবাব সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলার শেষ নবাব।
উত্তর : স্বাধীন
৪. বাংলার জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল।
উত্তর : সম্পদের
৫. আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে চেতনার বিকাশ ঘটে।
উত্তর : জাতীয়তাবাদী
৬. সিরাজ-উদ-দৌলা সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
উত্তর : ১৭৫৬
৭. ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় সালে।
উত্তর : ১৬০০
৮. কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন ।
উত্তর : রবার্ট ক্লাইভ
৯. সৈন্যবাহিনীর প্রধান বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।
উত্তর : মীরজাফরের
১০. সিপাহী বিদ্রোহে প্রায় ভারতীয় মারা যায়।
উত্তর : এক লাখ
১১. পরে হত্যা করা হয়।
উত্তর : নবাবকে
১২. ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় ।
উত্তর : ১৯০৬ সালে
১৩. বিদ্রোহে প্রায় এক লাখ ভারতীয় মারা যায়।
উত্তর : সিপাহী
১৪. শিক্ষার প্রসার ও ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে।
উত্তর : নবজাগরণের
১৫. বাংলার জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল।
উত্তর : সম্পদের
১৬. সিরাজ-উদ-দৌলার সঙ্গে খালা ঘষেটি বেগমের সম্পর্ক ছিল খুব ।
উত্তর : খারাপ
১৭. ১৭৫৭ সালের ২৩ জুন যুদ্ধ সংঘটিত হয়।
উত্তর : পলাশীর