করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে আগামী ১৬ জানুয়ারি থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ভার্চুয়ালি চলবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এ কথা জানান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের চেম্বার আদালত করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই আক্রান্ত হচ্ছেন। নবনিযুক্ত আপিল বিভাগের বিচারক বিচারপতি এফ আর এম নাজমুল আহসান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শপথ নিতে পারেননি।
অমিত দাস গুপ্ত বলেন, বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের অন্যান্য আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন।
কোভিড-১৯ সংক্রমণ কমার পর গত বছরের ১ ডিসেম্বর শারীরিক উপস্থিতিতে এসসির আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল।