আপডেট : ১৬ জানুয়ারি, ২০২২ ১৫:৪২
২৯ শাবকের জন্ম দেওয়া সেই কিংবদন্তি বাঘিনী আর নেই
অনলাইন ডেস্ক
শাবকের সঙ্গে কলারওয়ালি
ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ জঙ্গলের টি১৫ নামের কিংবদন্তি সেই বাঘিনী মারা গেছে। শনিবার বয়সজনিত কারণে মৃত্যু হয় তার।
প্রায় ১৬ বছর পেঞ্চ টাইগার রিজার্ভে (পিটিআর) ঘুরে বেড়িয়েছে বাঘিনীটি। এই জনপ্রিয় বাঘিনী কলারওয়ালি এবং মাতারাম নামে জনপ্রিয়তা পায়।
পেঞ্চের জঙ্গলে জীবিতকালে ২৯টি শাবকদের জন্ম দেয় বাঘিনীটি। পেঞ্চ স্থানীয় উপদেষ্টা কমিটির (এলএসি) সদস্য সন্দীপ সিং জানান, কলারওয়ালি সবচেয়ে বেশি ছবি তোলা বাঘিনী ছিল।
টি১৫-এর জন্ম ২০০৫ সালে, বাদিমাদায়। ২০০৮ সালের ২৫ মে একসঙ্গে প্রথম তিন সন্তানের জন্ম দেয় বাঘিনীটি। কিন্তু তার তিন শাবকই মারা যায়।
কলারওয়ালিকে সর্বশেষ একসঙ্গে তিন শাবক জন্ম দিতে দেখা গেছে ২০১৯ সালের জানুয়ারিতে। সব মিলিয়ে আটবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দেয় এই কিংবদন্তি বাঘিনী।