হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িস হত্যায় প্রধান সন্দেহভাজনদের একজন দেশটির সাবেক সিনেটর জন জোয়েল জোসেফকে গ্রেপ্তার করেছে জ্যামাইকার কর্র্তৃপক্ষ। গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জ্যামাইকা কনস্টাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস।
গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানী পোর্ট অ-প্রিন্সে একদল বন্দুকধারী বাসভবনের ভেতরে ঢুকে প্রেসিডেন্ট ময়িসকে হত্যা করে। জোসেফই ওই হামলার অস্ত্র সরবরাহ করেছিলেন বলে ঘটনার পরপরই অভিযোগ করেছিলেন হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অনুরোধের পর হাইতির সাবেক এ সিনেটরকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা বলতে রাজি হননি ব্রুকস।
হাইতির পুলিশের ১২৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ময়িস হত্যার পরিকল্পনায় জোসেফ ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে, জানিয়েছে মিয়ামি হেরাল্ড।