অষ্টম অধ্যায় : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বহুনির্বাচনী
১. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
ক. হলওয়ে খ. সিনফ্রে
গ. রর্বাট ক্লাইভ ঘ. জব চার্নক
২. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন
র. মীর জাফর
রর. মীর মদন
ররর. মোহনলাল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আনোয়ার স্যার ইতিহাসের ক্লাসে ১৭৯৩ খ্রিস্টাব্দের প্রবর্তিত একটি ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে আলোচনা করলেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে জমিদার ভূমির স্থায়ী মালিক হলেন।
৩. উক্ত ব্যবস্থার সঙ্গে কোন ব্যবস্থার সামঞ্জস্য বিদ্যমান?
ক. পাঁচসালা খ. ছয়সালা
গ. আটসালা ঘ. চিরস্থায়ী বন্দোবস্ত
৪. অনুচ্ছেদে এ ব্যবস্থার অন্যতম ফলাফল
র. ব্রিটিশ শাসনের মজবুত ভিত্তি তৈরি
রর. জমিদারদের প্রভাব বৃদ্ধি
ররর. কৃষকদের উন্নতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. মীর কাশেমের ক্ষেত্রে অধিক উপযোগী
র. তিনি ছিলেন সুদক্ষ শাসক
রর. তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ
ররর. তিনি ছিলেন পরাধীন মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
৬. শওকত জঙ্গ কোথাকার শাসনকর্তা ছিলেন?
ক. মুর্শিদাবাদ খ. ঢাকা
গ. পূর্ণিমা ঘ. কলকাতা
৭. ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয়?
ক. বিদারার যুদ্ধে খ. পানিপথের যুদ্ধে
গ. পলাশীর যুদ্ধে ঘ. বালাকোটের যুদ্ধে
৮. মীর মদন কোন যুদ্ধে নিহত হন?
ক. পলাশীর যুদ্ধে খ. বক্সার যুদ্ধে
গ. পানিপথের যুদ্ধে ঘ. প্রথম বিশ্বযুদ্ধে
৯. কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করা হয়?
ক. পাঁচসালা খ. ছয়সালা
গ. আটসালা ঘ. দশসালা
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব আবুল হোসেন ১২০০০ টাকার বিনিময়ে চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী নামক তিনটি অঞ্চলের জমিদারি লাভ করেন। পরে এই তিনটি অঞ্চলকে কেন্দ্র করে সুধারামপুর নগরের গোড়াপত্তন ঘটে।
১০. উদ্দীপকে সুধারামপুর নগরী গড়ে ওঠার সঙ্গে তোমার পঠিত বইয়ের কোন নগরী গড়ে ওঠার মিল রয়েছে?
ক. বিহার খ. কলকাতা
গ. পাটনা ঘ. আলীনগর
১১. উক্ত নগরী গড়ে ওঠার ফলে আবুল হোসেনদের
র. শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়
রর. বাণিজ্যিক স্বার্থরক্ষার কেন্দ্রে পরিণত হয়
ররর. রাজনৈতিক স্বার্থরক্ষার কেন্দ্রে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২. মীর কাশেম নিরাপত্তার জন্য করেছিলেন
র. দুর্গ নির্মাণ
রর. সেনাবাহিনী গঠন
ররর. রাজধানীর চারপাশে পরিখা খনন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন?
ক. ১৭৫৭ খ্রিস্টাব্দে খ. ১৭৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৯ খ্রিস্টাব্দে ঘ. ১৭৬০ খ্রিস্টাব্দে
১৪. ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করেন
ক. ১৮০২ খ্রিস্টাব্দে খ. ১৮০৩ খ্রিস্টাব্দে
গ. ১৮০৪ খ্রিস্টাব্দে ঘ. ১৮০৫ খ্রিস্টাব্দে
১৫. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
ক. আছিয়া বেগম খ. আমেনা বেগম
গ. আম্বিয়া বেগম ঘ. ঘসেটি বেগম
১৬. মুর্শিদকুলী খান দখল করে নেন
র. দেওয়ান পদ
রর. সুবেদার পদ
ররর. নায়ক পদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক