অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আকবর আলির দল। এবার রকিবুল হাসানের নেতৃত্বে উইন্ডিজে খেলতে যাওয়া দলকে নিয়েও তাই স্বপ্ন দেখছিল দেশের মানুষ। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই স্বপ্ন ধাক্কা খেয়েছে। সেন্ট কিটসে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৩৫.২ ওভারে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। ফলে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে রকিবুলরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রকিবুল। শুরুতেই ইংলিশ পেসার জসুয়া বয়ডেনের তোপের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৭ রানের মধ্যে দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন। সেই পতনের শুরু। দুই অঙ্কের রান করেছেন মাত্র ৪ জন। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত ছিলেন রিপন ম-ল। ১৪ রান করেন মেহরাব। ১৩ রানে আউট হন আইচ মোল্লা। ১১ রান করেন নাইমুর রহমান। বাকিদের রান ওয়ান ডিজিটের টেলিফোন নাম্বার। ইংল্যান্ডের হয়ে বয়ডেন ১৬ রানে ৪ উইকেট নেন। দুটি উইকেট নেন থমাস অ্যাসপিনওয়াল। যুব বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় রানে অল আউট হওয়ার রেকর্ড স্কটল্যান্ডের। ২০০৪ আসরে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ২২ রানে অলআউট হয় তারা। যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন রান ৩৪। ২০০৩ সালে ভারতের বিপক্ষে ওই রানে অলআউট হয়ে ২২৭ রানে হেরেছিল নাফিজ ইকবালের দল। এছাড়া ২০০৮-এ ৪১ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ।