ফ্রেঞ্চ লিগে আগের দুই ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছিল পিএসজি। তবে শনিবার জয়ে ফিরেছে প্যারিসের দলটি। পিএসজি ২-০ গোলে হারিয়েছে ব্রেস্তকে। গোল করেন কিলিয়ান এমবাপে ও থিলো কেহরের। ২১ ম্যাচে ৫০ পয়েন্টে শীর্ষেই রইল মাউরেসিও পচেত্তিনোর দল। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে পিএসজি।
লিওনেল মেসি করোনামুক্ত হলেও তাকে আরও সময় দিতে এই ম্যাচেও স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ পচেত্তিনো। নেইমার তো ইনজুরিতে আগে থেকেই। তাই এ ম্যাচেও আক্রমণের মূল দায়িত্বটা ছিল এমবাপের কাঁধেই। হতাশ করেননি ফরাসি এই স্ট্রাইকার। নিজেদের মাঠে ৩২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। এবারের লিগে এটি এমবাপের দশম গোল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার কেহরের। করোনা পজেটিভ হওয়ায় এই ম্যাচে ছিলেন না পিএসজি গোলকিপার কেইলর নাভাস।
লিগে আগের দুই রাউন্ডে লরিয়েন্ত ও লিওঁ’র বিপক্ষে একই গোলস্কোরে (১-১) ড্র করেছিল প্যারিসের দলটি।