আপডেট : ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
এশিয়ার প্রথম টায়ার সংক্রান্ত অ্যাপস
দেশে চালু হলো এশিয়ার টায়ারসংক্রান্ত প্রথম অ্যাপস। এটি বাজারে এনেছে দেশীয় টায়ার উৎপাদনকারী শিল্প গ্রুপ রূপসা টায়ার। এ অ্যাপসটি যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এতে পাওয়া যাবে তাদের টায়ারসংক্রান্ত যেকোনো তথ্য, নতুন পণ্যের বর্তমান দাম। কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলা যাবে মেসেজের মাধ্যমে। অভিযোগ বা প্রতিক্রিয়া জানাতে পারবেন। এতে আছে নিউজ সেকশন। দেশ-বিদেশের টায়ারসংক্রান্ত সব নিউজ পাওয়া যাবে এখানে।
রূপসার আইটি ম্যানেজার ইউসুফ জামিল বলেন, এ বিষয়ে উৎসাহীদের আরও সহজ এবং দ্রুত সেবা দিতেই এই অ্যাপসের যাত্রা শুরু। এটি নিয়ে ২০২২ সালে আমাদের বেশি কাজ করার চেষ্টা থাকবে। অ্যাপসটি ডাউনলোড করা যাবে গুগল প্লেস্টোর থেকে। বিজ্ঞপ্তি