নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণের সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন বিদায়ের আগে তিনি একটা ভালো ভোট দেখতে চান। ভোট শেষ হওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছেন, নারায়ণগঞ্জে নিজেদের পাঁচ বছর নির্বাচন হয়েছে।
গতকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়। দুপুরে নারায়ণগঞ্জে ভোট দেখতে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
ভোট শেষে নারায়ণগঞ্জ থেকে ফিরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে-আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতিপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন তিনি। সহিংস ইউপি নির্বাচনের পর অনুষ্ঠিত এ নির্বাচনে তেমন কোনো গোলযোগ হয়নি।
মাহবুব তালুকদার বলেন, ‘বিগত পাঁচ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’ তিনি জানান, নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।’
২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ সদস্যের ইসিতে নানা কর্মকাণ্ডের কারণে বারবার আলোচিত হন মাহবুব তালুকদার।
গতকাল দুপুরে নগরের ১২ নম্বর ওয়ার্ডের খানপুরে নারায়ণগঞ্জ বার অ্যাকাডেমি ভোটকেন্দ্র পরিদর্শন করেন মাহবুব তালুকদার। এ সময় তিনি ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখতে চান।
ওই কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার ভোট দিতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন। নির্বাচন কমিশনার ভোটারদের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘নো কমেন্টস। ভোট শেষে যা বলার সংবাদ সম্মেলনে বলব।’
এর আগে দুপুর ১২টার দিকে ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত বেশি খুশি হব। বিদায়লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। সেজন্যই আমি এখানে এসেছি।’
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, ইসি সচিব : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। অর্থাৎ নাসিক নির্বাচন, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও পাঁচ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। এর ফলে তাদের ভোট দেওয়া সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময় লেগেছে। তবে যারাই এসেছেন সবার ভোটগ্রহণ করা হয়েছে।’
এদিকে শামীম ওসমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিস্ময় প্রকাশ করেছেন এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, সবগুলো অ্যাড্রেস করা হয়েছে।’