আপডেট : ১৮ জানুয়ারি, ২০২২ ১৪:০৭
ঢাবি এলাকার ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাস্টবিন থেকে আনুমানিক একদিন বয়সের নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শেখ রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কে বা কারা নবজাতক মেয়েটিকে ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন খবর দেওয়ার পর পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।