ষষ্ঠ অধ্যায় : মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন
বহুনির্বাচনী
১. ২০০০০০ টাকা বিনিয়োগে নিট মুনাফা ১৬.৬৭ লাখ টাকা এবং অবচয় ৩৩.৩৩ লাখ টাকা হলে, নগদ প্রবাহের পরিমাণ কত?
ক. ২০ লাখ টাকা খ. ২৫ লাখ টাকা
গ. ৫০ লাখ টাকা ঘ. ৭০ লাখ টাকা
২. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্থায়ী সম্পত্তি?
ক. যন্ত্রপাতি খ. দোকান ভাড়া
গ. কর্মচারীর বেতন ঘ. বিদ্যুৎ বিল
৩. নিচের কোনটি বিনিয়োগের মূল্যায়ন প্রক্রিয়া?
ক. বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ ঘ. মূলধন বাজেটিং
৪. প্রতিষ্ঠানের স্থায়ী ও চলতি খরচ প্রাক্কলনে ভুল হলে
i. মূলধন বাজেটিংয়ে ভুল সিদ্ধান্ত দেবে
ii. প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে
iii. ব্যবসায় প্রসার বিলম্বিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোনো একটি প্রকল্পে ৮০০০০ টাকা বিনিয়োগ করা হলো। বছর শেষে ওই প্রকল্পে নিট ক্ষতি হলো ২০০০ টাকা এবং অবচয় ধরা হলো ১০০০০ টাকা। প্রকল্পটির নগদ প্রবাহের পরিমাণ কত?
ক. ২০০০ টাকা খ. ১০০০০ টাকা
গ. ৮০০০ টাকা ঘ. ১২০০০ টাকা
৬. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ কী?
ক. বাট্টা হার নির্ধারণ করা
খ. নগদ প্রবাহ প্রাক্কলন করা
গ. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করা
ঘ. গড় মূলধনের ব্যয় নির্ণয় করা
৭. ব্যবসায়ে নগদ আন্তঃপ্রবাহের খাত হলো
i. স্থায়ী ব্যয় ii. বিক্রয়
iii. নিট মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ব্যবসায়ের প্রতিটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কোন কাজটি করতে হয়?
ক. আয়-ব্যয় প্রাক্কলন খ. দীর্ঘমেয়াদি অর্থায়ন
গ. অর্থের সময় মূল্য নির্ধারণ ঘ. মধ্যমেয়াদি অর্থায়ন
৯. আফজাল অ্যাড কোং-এর নগদ প্রবাহ ১ কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লাখ টাকা। ওই কোম্পানির অবচয়ের পরিমাণ কত?
ক. ২০ লাখ খ. ৩০ লাখ
গ. ৪০ লাখ ঘ. ৫০ লাখ
১০. কোনটি বিনিয়োগ প্রকল্পে আয়-ব্যয় প্রাক্কলন শেষ করে নির্ধারণ করা হয়?
ক. নিট মুনাফা খ. লিভারেজ
গ. বাট্টা হার ঘ. নগদ প্রবাহ
১১. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক. প্রারম্ভিক বিনিয়োগ খ. নগদ বহিঃপ্রবাহ
গ. মোট চলতি ব্যয় ঘ. মোট অবচয়
১২. বিক্রয় থেকে চলতি ব্যয়, স্থায়ী খরচ ও অবচয় বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট মুনাফা খ. নিট মুনাফা
গ. মোট বিক্রয় ঘ. মোট খরচ
১৩. আয় থেকে ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট দেয় কর খ. মোট মুনাফা
গ. মোট ক্ষতি ঘ. নিট মুনাফা
১৪. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
ক. প্রকল্পের মুনাফার হার নির্ণয় খ. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ. বিনিয়োগের লাভজনকতা নির্ণয় ঘ. প্রকল্প নির্বাচন
১৫. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট মুনাফা খ. নিট মুনাফা
গ. মোট বিক্রয় ঘ. মোট খরচ
উত্তর
১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ