আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। সুদানকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডের টিকিট কাটল মোহামেদ সালাহরা।
মিশরের হয়ে একমাত্র গোলটি করেছেন মোহামাদ আব্দেলমোনেম। আব্দাল্লাহ আল সাঈদের কর্নার থেকে ফারাওদের ৩৫তম মিনিটে এগিয়ে দেন ২২ বছর বয়সী বয়সী ডিফেন্ডার।
গোলের সুযোগ পেয়েছিলেন সালাহও। কিন্তু দ্বিতীয়ার্ধে লিভারপুল ফরোয়ার্ডের চেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন সুদানের গোলরক্ষক আলি আবু এশরেইন।
দ্বিতীয় রাউন্ডে মিশর ২৬ জানুয়ারি মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের শীর্ষ দলের। ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে নাইজেরিয়া। গ্রুপে তারা টানা তিন ম্যাচে তিন জয় পেয়েছে। এবারের আসরের গ্রুপ পর্বে একমাত্র দল হিসেবে শতভাগ জয় পেয়েছে তারা। ঈগলরা গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েছে গিনি-বিসাউকে।
১৯৭০ সালের আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন সুদান ২০১২ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপ অংশ নিল। তবে মাত্র এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের।