প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লাশ ফেলে রেখেছিলেন ছেলে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাবার লাশ উদ্ধার করে। নিহতের তার নাম সাজ্জাদ হোসেন (৬৫)। তারই সন্তান স্বপন (৩২) গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে গলা কেটে হত্যা করেন তাকে।
রাজশাহীর দামকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। তার আচরণ সন্দেহজনক ছিল।
জিজ্ঞাসাবাদে স্বপন একপর্যায়ে স্বীকারোক্তি দেন, তিনি তার বাবাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে, গলা কেটে হত্যা করেন। হত্যার পর বাবার লাশ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ভরে রাখেন।
স্বপন পুলিশের কাছে স্বীকার করেন, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে- এই চিন্তা ধারণা থেকে স্বপন তার বাবা সাজ্জাদকে হত্যা করেন।
ওসি মাহবুব আরও জানান, এর পেছনে আর কোন ঘটনা আছে কিনা এসব তদন্ত করা হচ্ছে।