ব্লেন্ডেড ইয়ার্ন প্রকল্প ও উচ্চসুদের ব্যাংকঋণ আংশিক পরিশোধে প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটি অভিহিত মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এনভয় টেক্সটাইলের প্রেফারেন্স শেয়ারের অনুমোদন দিয়েছে। এনভয় টেক্সটাইলের প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে পাঁচ বছর, যা পুরোপুরি অবসায়ন, অরূপান্তরিত ক্রমবর্ধমান প্রেফারেন্স শেয়ার, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রেফারেন্স শেয়ারটির কুপন হার ৭ থেকে সাড়ে ৭ শতাংশ। এর আগে গত ২৬ ডিসেম্বর ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে অর্থায়ন ও উচ্চসুদের ব্যাংকঋণের একটি অংশ পরিশোধে ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দেয় এনভয় টেক্সটাইল। গত বছর ১৫ জুলাই এনভয় টেক্সটাইল তাদের স্পিনিং প্রকল্প সম্প্রসারণের ঘোষণা দেয়। ময়মনসিংহের ভালুকায় তাদের বিদ্যমান কারখানায় নতুন করে ৩ হাজার ৭১০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন প্রকল্প করবে। এতে ব্যয় হবে ১৭৬ কোটি টাকা।