সাকিব আল হাসান আছেন বলে ফরচুন বরিশালকে নিয়ে শুরু থেকেই আলোচনা তুঙ্গে। বিপিএলের শুরুটাও হচ্ছে সাকিবদের দিয়েই। অষ্টম আসরের প্রথম ম্যাচে সাকিবরা তারুণ্যে ভরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি। অন্যদিকে চট্টগ্রাম এবার তরুণ ক্রিকেটারদের নিয়েই বাজিমাত করার লক্ষ্যে। মেহেদী হাসান মিরাজের দল শুরুতেই অঘটন উপহার দিতে চাইছে সাকিবদের হারিয়ে। এদিকে বড় দল বলে রবিশালের কাছে প্রত্যাশার চাপটাও বেশি। কিন্তু সাকিব এই চাপকে উপেক্ষা করছেন। চাপ মাথায় না নিয়ে তরুণ চট্টগ্রামকে পাশ কাটাতে চান সাকিব।
বিপিএলে সাকিব দু’বারের চ্যাম্পিয়ন। গত তিন আসরে জিততে পারেননি। এবার তার বরিশালকে নিয়ে যে হাইপ উঠেছে তাতে সম্ভাব্য চ্যাম্পিয়নের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন যেন। সাকিব ছাড়া দলের সেরা তারকা ডুয়াইন ব্রাভো, ক্রিস গেইলও যোগ দেবেন। এছাড়া জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পারফরমাররাও আছেন। তবে সাকিবের ওপরই তো প্রত্যাশার চাপ বেশি। সেই চাপটা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সাকিব সেভাবে দেখছেন না ‘না, ওরকম কোনো চাপ আমার কখনই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। যেটা বললাম যে ৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম না, যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না, তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি।’
শুরুতেই বড় দলের বিপক্ষে ম্যাচ। চাপে থাকার কথা মিরাজদেরও। কিন্তু তরুণ দলের অধিনায়ক জানালেন টি-টোয়েন্টিতে বড়-ছোট দল বলে কিছু নেই। তাই ভালো ক্রিকেট দিয়ে দিনটিকে নিজেদের জন্য ভালো করতে চান মিরাজ, ‘ক্রিকেট খেলাটা কিন্তু যারা যেদিন ভালো খেলবে তারাই ম্যাচটা জিতবে। বড় দলের সঙ্গে ছোট দলের ভেদাভেদটা অত বেশি না। বরিশাল দল অনেক ভালো। সাকিব ভাই আছে, আরও অনেক ভালো খেলোয়াড় আছে। তবে দিন শেষে মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। বড় দল, ছোট দল বলে কোনো কথা নেই। আমরা চাপে নেই। আসলে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। চাপ বললে পারফরম্যান্স বা দলের সবকিছুই মোরালি ডাউন থাকবে। অধিনায়ক হিসেবে আমি যেটা বলব, সবাই বলে আমাদের দলটা তরুণ, তবে তারাও কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়। তারা ঘরোয়াতে ভালো খেলেছে, জাতীয় দলে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলেছে। সবদিক থেকেই আমাদের দলটা ভালো।’
প্রথম দিন থেকেই উইকেটের ওপর নজর থাকবে সবার। অবশ্য কোনো দলই ম্যাচের আগে উইকেট দেখেনি এখনো। সাকিবরাও না। সাকিবের চোখে প্রথম দুই দিনে সব দলই উইকেট নিয়ে ধোঁয়াশায়, দুই-তিন ম্যাচ পর বুঝবে উইকেটের আচরণ কী। তবে সাকিবের চাওয়া স্পোর্টিং উইকেটে সেরা খেলাটাই উপহার দিবে বিপিএল।