করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ৯ দিনের মাথায় করোনামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের অন্য সবাই। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, ‘গতকাল চিকিৎসক বাসায় এসে স্যারকে দেখে গেছেন। স্যারের শরীর দুর্বল। সেজন্য আরও কিছুদিন বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’
জ¦র, ঠা-াসহ বিভিন্ন সমস্যায় ভোগা মির্জা ফখরুলসহ অন্যরা টেস্ট করালে গত ১১ জানুয়ারি তাদের সবার করোনা পজিটিভ হয়। করোনায় আক্রান্ত থাকার সময় তারা উত্তরার ভাড়া বাসায় আইসোলেশনে ছিলেন। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
গতকাল রাতে মির্জা ফখরুল টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘কভিডে আক্রান্ত হওয়ার আগেই বুস্টার ডোজ নিয়েছিলাম। করোনামুক্ত হলেও শারীরিক দুর্বলতা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ যথাযথভাবে মেনে চলছি। করোনায় আক্রান্ত হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খোঁজখবর নিয়েছেন। আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’