আপডেট : ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
রূপগঞ্জে মশারি কারখানায় আগুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মশারি কারখানাসহ হিমেলী রানী ও নয়ন নামে দুজনের আসবাবপত্রসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। কারখানাসহ দুটি ঘর পুড়ে তাদের ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ফায়ার সার্ভিস সময়মতো না পৌঁছালে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে জানা যায়।