সম্প্রতি এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। দেশটির এক নারী একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। গত ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় সন্তান প্রসব করেন ৩৪ বছর বয়সী ওই নারী। শিশুদের ওজন ৯৫০ থেকে ১১০০ গ্রামের মধ্যে। মা ও শিশুরা এখনো ভালোই আছেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য এটি। তিনি বলেন, আল্লাহ তাদের সফলতা দিন। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।
দেশটির অন্যতম বড় হাসপাতাল কিং সালমান আর্মড ফোর্সেস হসপিটাল। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।