ছোট্ট পুঁজি নিয়েও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে হাড্ডা-হাড্ডি লড়াই করল সিলেট সানরাইজার্স। শেষ পর্যন্ত যদিও পেরে ওঠেনি দলটি। এত কম পুঁজি নিয়ে জেতা যে কঠিন, ম্যাচ শেষে সেটা স্বীকার করে নিলেন সিলেটের এনামুল হক বিজয়। সঙ্গে এও বলে দিলেন, উইকেট মোটেও টি-টোয়েন্টির উপযুক্ত ছিল না।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে ২ উইকেটে হারায় কুমিল্লা। ৯৭ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ১৯তম ওভারে।
ম্যাচ শেষে সিলেটের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় দলের সাবেক ব্যাটার এনামুল। এ সময় তিনি হারের কারণ বলতে দিয়ে বলেন, ‘প্রথমত, আমরা দেখেছি যে রানটা একটু কম হয়ে গেছে। উইকেট অনুযায়ী আমরা ব্যাটারটা একটু তাড়াহুড়ো করেছি। যদি একটু সময় নিতে পারতাম আমরা উইকেটে, তাহলে ২০ রান বেশি হলেও খেলাটা প্রতিদ্বন্দ্বিতার হতে পারত।’
এরপরই উইকেট প্রসঙ্গে এনামুল বললেন, ‘উইকেট টি-টোয়েন্টির মতো আমাদের মনে হয়নি। ব্যাটারদের জন্য ব্যাটিং করা কঠিন এখানে। টার্ন ছিল, ভেজা ছিল। যেটার কারণে ব্যাটাররা স্বস্তিতে খেলতে পারেনি, এটা সত্যি। দুটি দলই একইভাবে খেলেছে এবং কঠিনই মনে হয়েছে আমার কাছে।’
যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে সবার কাছেই মনে হয়েছে যে, এটা কঠিন উইকেট ছিল। টি-টোয়েন্টিতে এ রকম উইকেট থাকলে রান বের করা কঠিন। এই কারণেই আমার মনে হয়েছে রান হয়নি।’
সিলেট-কুমিল্লা ম্যাচটি বিপিএলের চলতি আসরের তৃতীয় ম্যাচ। শুক্রবার উদ্বোধনী ম্যাচটাও ছিল লো-স্কোরিং। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটে হারলেও ১২৫ রানের পুঁজি নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার দেওয়া ১৮৪ রান তাড়া করে জিতেছে খুলনা টাইগার্স।