আপডেট : ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
আখাউড়া ও মির্জাপুর
স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে অভিযানে তাদের জরিমানা করা হয়।
এদিন সকালে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার, খড়মপুর, বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১২ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পরায় ৯ জনকে ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।