২০২টি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ জানুয়ারি রাত ৩টার দিকে কেরানীগঞ্জের রুহিতপুর বাজার থেকে ২০২টি এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বদিউল আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ফরিদপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালায়।
অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য বুদ্ধিশ্বর বিশ^াস (৫২), জাহিদ মিয়া (৩৭), চাঁন মিয়া বেপারিকে (৫০) গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২১টি গ্যাস সিলিন্ডারসহ চুরি হওয়া ট্রাক এবং চোরাই মালামাল অন্যত্র স্থানান্তরে ব্যবহৃত আরেকটি ট্রাক উদ্ধার করা হয়। চুরি যাওয়া ১৮১টি গ্যাস সিলিন্ডার ওই ট্রাক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশ।