বাংলাদেশ-ভারত মৈত্রী সম্পর্কের ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিশেষ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীর হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরীর এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুল বশর মাইজভা-ারী বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। বিশে্বর কোনো শক্তিই এটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তে লেখা এ সম্পর্ক।’
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।