আপডেট : ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
রংপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর সাতমাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলি জানান, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে একটি কমিউটার ট্রেন লালমনিরহাটের বুড়িমারী যাচ্ছিল। এ সময় নগরীর সাতমাথা এলাকায় অজ্ঞাত ওই মহিলা ট্রেনে কাটা পড়েন। এতে তার দেহ কয়েক খন্ড হয়ে যায়।
রংপুর জিআরপি থানার এসআই গোলাম মোস্তফা বলেন, নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।