আফ্রিকান নেশন্স কাপের খেলায় পদদলিত হয় ৬ দর্শকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার কমোরোসের সঙ্গে ওলেম্বের পল বাইয়া স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচ শুরুর আগে ঘটে এই দুর্ঘটনা। ৬০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে করোনাবিধির কারণে ৮০ শতাংশের বেশি দর্শক ঢুকতে বারণ ছিল। কিন্তু স্বাগতিক ক্যামেরুনের খেলা দেখতে ৫০ হাজারের বেশি মানুষ স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতেই এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
২-১ গোলে ম্যাচটি জিতে কোয়ার্টারে উঠেছে ৫ বারের চ্যাম্পিয়ন ক্যামেরুন। ২৯ জানুয়ারির কোয়ার্টারে তারা খেলবে গাম্বিয়ার সঙ্গে। বাংলাদেশের সাবেক ডাচ কোচ পল সেইন্টফিটের কোচিংয়ে খেলা গাম্বিয়া ১-০ গোলে হারিয়ে দিয়েছে চার বারের সাবেক চ্যাম্পিয়ন ঘানাকে। ১৫০তম ফিফা র্যাংকিংয়ের দেশ এবারই প্রথম আফ্রিকান নেশন্স কাপের মূলপর্বে খেলছে।
শেষ ষোলোতে এ ছাড়াও তিউনিসিয়া ১-০ গোলে সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়াকে এবং বুরকিনো ফাসো টাইব্রেকারে গ্যাবনকে হারায়।