আপডেট : ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
গয়েশ্বর বললেন
মির্জা ফখরুলকে সিইসি করলেও নির্বাচন সুষ্ঠু হবে না
নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুলকে সিইসি করলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘যেকোনো পর্যায়ের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আমাদের দেশে কোনো ফ্যাক্টর নয়। কারণ ইসির নিজস্ব লোকবল না থাকায় নির্বাচন পরিচালনা করেন সরকারের কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কিংবা আমাকেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে না।’
গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।