মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
স্বামীর কোনো নিকট আত্মীয়ের দুষ্ট প্ররোচনায় স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করবে। সরকারি উচ্চ কর্মকর্তার সহযোগিতায় ঝামেলা থেকে মুক্ত হবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত সহায়-সম্পত্তির সুরাহার সুযোগ পেতে পারেন। কর্মস্থলের কর্মীর সাহায্য পাবেন।
মিথুন : ২১ মে-২০ জুন
শুক্লপক্ষে চন্দ্রের হোরায় জন্মলগেড়বর ফলে স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দেবে। কালো জাদুটোনার কারণে খানড়বাসের প্রভাব পড়তে পারে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
বিংশোত্তরীয় মতে এ সপ্তাহে জাতক শকট ও সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। দূরের যাত্রায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
শিল্পকারখানায় যারা নেতৃত্বদান করেন তাদের অন্দরমহলের কোন্দলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে। ব্যবসায়িক কোনো চুক্তি না করাই শ্রেয়।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে পরস্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হয়ে পড়বেন যা আপনার বিপদ বয়ে আনবে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে ভুলের মাশুল দিতে হতে পারে। আপনার গোপন ব্যবসায়িক পদ্ধতি কারও কাছে প্রকাশ করবেন না।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
কুম্ভ ও মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন সুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। পৈতৃক জমিসংμান্ত সমস্যার সমাধান হবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
কেতুগ্রহের প্রভাবে পুত্রের সঙ্গে পিতা-মাতার কলহের কারণে বৃদ্ধাশ্রমে স্থান হবে। সামাজিক রূপে পুত্রের বিড়ম্বনার কারণ হতে পারে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
রবির প্রভাবে জাতকের বড় কাজের জন্য সরকারি উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ ঘটবে। উৎকোচ প্রদানে ঝামেলায় পড়তে পারেন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শীর কুনজরে পড়তে পারেন। বয়স্ক কোনো মহিলা আদিরসে সহজ আয়ের পথ বাতলাতে পারে। সাবধান হোন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
প্রেমিক-প্রেমিকারা একে অপরের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করবেন না। যেকোনো সিদ্ধান্ত পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শে গ্রহণ করুন।