আপডেট : ১৪ মে, ২০২২ ১৫:০০
কমলগঞ্জে ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মুন্সীবাজারের মেসার্স সালাউদ্দিন স্টোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক আল আমীনের নেতৃত্বে এক অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।
এ সময় র্যাব সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন। পরে সকলের উপস্থিতিতে জব্দকৃত তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক আল আমীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রেখে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এ অভিযান চলমান থাকবে।’