কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার। ফ্রান্সের এই ভুবন আলোচিত আয়োজনে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা।
সেখানেই বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে দেখা ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষার।
দুটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে এ খবর জানালেন অনন্ত। একটি ছবিতে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের সঙ্গে আছেন অনন্ত, অন্যটিতে হাস্যোজ্জ্বল বর্ষা।
ছবির ক্যাপশনে অনন্ত জলিল লেখেন, একসঙ্গে ঢালিউড ও বলিউডের তারকারা। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা।
এক যুগের বেশি সময় ধরে বরাবরই কানের লাল গালিচায় হেঁটে আসছেন ঐশ্বরিয়া। এবার সঙ্গী হয়েছেন স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যা।
অনন্ত ও বর্ষা গেছেন কানের বাণিজ্যিক বিভাগে তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’-এর ট্রেলার প্রদর্শন করতে।