সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে কিছু রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিককে চিঠি দিয়েছে ঢাকা।
রবিবার ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে এ কূটনৈতিক পত্র পাঠানো হয় বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা প্রসঙ্গে আরো বলেন, কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের কয়েকটি জেলা দিয়ে কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এ অনুপ্রবেশ বন্ধ করতে দিল্লিকে চিঠি দিয়েছে ভারত।
রোহিঙ্গাদের এ অনুপ্রবেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন গত সপ্তাহে তার দপ্তরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দলে দলে ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করছে। দেশটি থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা বাড়ানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণ হিসেবে জানান, বাংলাদেশে ভালো খাবার পাওয়ার আশায় দলে দলে ছুটে আসছে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারাই তাদের আত্মীয়-স্বজনদের খবর দিয়ে এখানে আনার চেষ্টা করছেন।