আপডেট : ২৩ মে, ২০২২ ১৩:৫১
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কুশল মেন্ডিস
অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজে যাওয়ার ঠিক আগের ওভারের ঘটনা। শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথার ২৩তম ওভারের প্রথম বলটি ছেড়ে দেন স্ট্রাইকে থাকা বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম।
গ্লাভস বন্দী করার পর উইকেটরক্ষক নিরোশান দিকভেলা বলটি দিয়েছিলেন স্লিপে থাকা কুশল মেন্ডিসকে। কিন্তু বলটি ধরার বসে পড়েন তিনি। এরপর লুটিয়ে পড়েন বুকে হাত দিয়ে। দ্রুত দৌড়ে আসেন লঙ্কান ফিজিও।
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মেন্ডিসকে। এরপরই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর জানা যাবে কী হয়েছে মেন্ডিসের।
বিসিবি গণমাধ্যমে জানিয়েছে, মেন্ডিসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।