গ্রীষ্ম উপলক্ষে ফ্যাশন হাউজ বিশ্বরঙের শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যেকোনো পোশাকে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়! স্টক থাকা পর্যন্ত চলবে অফারটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাধ ও সাধ্যের সমন্বয় করাটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্বরঙ তার শুভানুধ্যায়ীদের জন্যই রেখেছে গ্রীষ্ম উৎসবের এই বিশেষ আয়োজন।
এই অফারে পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড় ব্যবহার করা কয়েছে। আর আভিজাত্য তুলে ধরতে জয় সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, শিফন সহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড় তো থাকছেই। পোশাকে উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। অফলাইনের পাশাপাশি বিশ্বরঙের ওয়েবসাইট ও ফেসবুকে পেজেও অর্ডার করা যাচ্ছে।