পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি জিন লুইস। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন জিন লুইস। এ সময় তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি চিঠিও হস্তান্তর করেন। ঢাকায় জাতিসংঘের তথ্য কেন্দ্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন লুইসকে বাংলাদেশে স্বাগত জানান এবং উন্নয়ন, শান্তি ও নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গা সংকট তুলে ধরে মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তিনি জাতিসংঘ সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ভাসানচরে জাতিসংঘের সংস্থাগুলোর কাজ শুরু করার গুরুত্বের ওপরও জোর দেন ড. মোমেন।