রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে পুলিশ ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে। এদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রিয়াদ, ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা আশিকের নাম জানা গেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বুধবার রাত ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ছাত্রদলের কর্মীরা বিনা অনুমতিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মশাল মিছিলের চেষ্টা করছিল। তখন পুলিশ ৮-১০ জন ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতা প্রমাণিত হলে গ্রেপ্তার দেখানো হবে।
জানা গেছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতানামা ৪০০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
এরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয়।
এর কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রচ্ছন্ন হত্যার হুমকি’র প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।