আফগানিস্তানের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে তাকে এই ভূমিকায় দেখা যাবে।
গুলকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, ‘গুলকে সম্প্রতি বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।’
এপ্রিল থেকে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্পে থাকা আফগানদের বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন গুল। তার ভূমিকায় খুশি হয়ে জাতীয় দলের স্থায়ী বোলিং কোচের প্রস্তাব দেয় এসিবি।
সাবেক পাকিস্তানি অধিনায়ক ইউনিস খানের সঙ্গে একত্রে কাজ করছেন গুল। ক্যাম্পে আফগানদের ব্যাটিং পরামর্শক হিসেবে আছেন ইউনিস। আফগানদের প্রধান কোচ হিসেবে আছেন গ্রাহাম থর্পে। লেন্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হন তিনি।
জিম্বাবুয়ে সফরে জুনে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।