কক্সবাজারের টেকনাফে অস্ত্র, রাবার বুলেটের খোসা ও রামদাসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন মোঃ জোহান (২৪) ও মোঃ নূর (৩৭)।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সি/১ ব্লকের মোহাম্মদ জালাল আহমদের পুত্র মো. জোহান ও মৃত গুরা মিয়ার পুত্র মো. নূরকে আটক করে এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি একনালা বন্দুক,একটি রাবার বুলেটের খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বন্দুক, বুলেটের খোসা ও রামদাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।