আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০
বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এ আগ্রহ প্রকাশ করে বলেছেন, কোরিয়ার সরকার বাংলাদেশের অবকাঠামো খাতে আরও বেশি কাজ করতে আগ্রহী এবং এজন্য সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে পারে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাস ও কোরীয় সংস্থা কোটরা আয়োজিত রোড শো-পরবর্তী প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আগ্রহ প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। ১৯৭৩ থেকে ১১১টি কোরীয় প্রতিষ্ঠান বাংলাদেশের ২১০টি অবকাঠামো প্রকল্পে কাজ করেছে। এমনকি স্বাধীনতার আগে ১৯৬৯ সালে কোরীয় ডেভেলপমেন্ট ঢাকা-চিটাগাং হাইওয়ে প্রকল্পে কাজ করেছে।