logo
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হচ্ছে

নৌবন্দরের ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন তিনটি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যেখানে সরকারের ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত মামলার আসামিরা হচ্ছেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপপরিচালক মোস্তাফিজুর রহমান এবং সাবেক তিন উপপরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ। এ ছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হবে। তারা হচ্ছেন এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন ও রফিকুল ইসলাম খান।