আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও মাহাদুল কিরাত বাংলাদেশের পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আজহারী আগামীকাল শুক্রবার পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
তিনি পাকিস্তান সফরকালীন করাচি, ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, মুলতানসহ বিভিন্ন প্রদেশে আগামী ১লা অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৫১ বছর পর পিতার পর পুত্র হিসেবে পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভি এবং জাতীয় বেতারকেন্দ্রে তিনি তিলাওয়াত করবেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় তার পিতা বাংলাদেশের কিরাত জগতের পথিকৃৎ কারি মুহাম্মাদ ইউসুফকে (রহ.) ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে ইয়াহিয়া খান সরকার পিটিভি ও করাচি বেতার থেকে চাকরিচ্যুত করে।
সম্মেলন শেষ করে কারি আহমাদ বিন ইউসুফ আজহারী আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবেন।