আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ২২:০০
সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৌদি পররাষ্ট্রবিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে এই আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন।
একইসঙ্গে, সৌদি যুবরাজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত।
এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার পুত্র ও উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।